আকাশের নীল কাঁদে অঝোর শ্রাবন বৃষ্টিতে,
বৃষ্টি বোনে মৃত্তিকা মেয়ের সুখের সবুজ ঘর,  
বেদনার লবনক্ততায় চোখের উপত্যাকা ছুঁয়ে
বান ডাকে হৃদয় মোচড়ানো অশ্রুনদীর ঢেউ ।  


বিরহী পাহাড় তার পাথর বুকের নিথরতায়
সযতনে লুকিয়ে রাখে অগ্রন্থিত ঝর্ণা চপল,  
মোহনায় বয়ে যাওয়া নদীর স্রোত অনন্যা,
বিপুল সাগর বুকে মিশে সে হয়ে যায় ধন্যা ,  
আধার ভেদে জগত জুড়ে জলের ভেদাভেদ ।  


জন্ম আনে ধরিত্রীর চোখে জলজ সুখের প্লাবন,
জীবন জুড়েই চলতে থাকে জলের জবর দখল,
শীতল মৃত্যু ডেকে আনে হৃদয়ে সজল দহন,
জলই সেতু, জলই গড়ে, ভাঙ্গেও যে সে জল,      
জল জীবন, জীবনই জল, শুধু কথার ভেদাভেদ,
জীবনের বেলাভুমি জুড়ে চলে জলের চলাচল ।