পশু পক্ষীর মত শারীরিক দেহে কেউ মানুষ নয়
আত্মার বিকাশে আত্মপরিচয়ে মানুষ সম্পূর্ণ হয়
যার বিবেকের চোখ রয় বন্ধ
চোখ থেকেও সে জন অন্ধ
অন্তর কুসুমিত করাতেই মনুষ্যত্বের পূর্ণতা রয় ।


ঘরানাঃ লিমেরিক


মূলসুরঃ তরুলতা সহজেই তরুলতা ,পশুপাখি সহজেই পশুপাখি ,কিন্তু মানুষ প্রানপন চেষ্টায় তবে মানুষ ।