নদীকে শুধালাম, ‘একটু বিশুদ্ধ জল হবে কি’ ?
নদী কহিল, 'আমাকে তুমি বিশুদ্ধ রেখেছে কি' ?
আমি কহিলেম,জলের কি আছে প্রান' ?  
নদী কহিল, 'জল নিজেই যে জীবন'
জল দূষণ মানে নিজকে দূষিত করা নয় কি ?


ঘরানাঃ লিমেরিক