মন জমিতে সোনালী স্বপ্ন চাষ করেছি বারবার,  
স্বপ্নের ফসল হয়নি তোলা কখনো ঘরে আমার ।
আমার সাজানো সুখের বাগান ভেঙ্গেছে দুঃখঝড়,
নিদানকালে পাশে থাকা আপন হয়েছে স্বার্থপর ।  


বিশ্বাসের জমিতে জমেছে লেনদেনের পলিমাটি,
স্বজন হেনেছে ছুড়ি, গন্তব্যহীন ভালোবাসা খাঁটি ।
চাইনা করতে আর চাষ সম্পর্কের চারাপোনা,
চারপাশে হাতবদল হওয়া ভোগের আনাগোনা ।


আজ সব ঝেরে ফেলে দিতে চাই স্বার্থপর ঘুম,
ভিজুক ভারাক্রান্ত মানবতা কষ্টের বৃষ্টিতে ঝুম ।
নতুন সকাল ফুঁটুক ধরে ভোগবাদী জয়ের হাত,
ভোগে নিঃশেষ হোক সব পুষে রাখা দুঃখ রাত ।