তোমার করতল ছুঁয়ে যে নদী সাগরে নেমেছে,
সে তো তোমার স্পর্শকেও বুকে নিয়ে গেছে ।
আমি সাগরকে ছুঁয়ে তাই ছুঁয়েছি পাহাড়কেও,
নদী, মেঘ বৃষ্টিকে ছুঁয়েছি, ছুঁয়েছি তোমাকেও ।


তোমার বাঁধভাঙ্গা হাঁসি যে বাতাসে মিশেছে  
সে বাতাসও তো তোমার খুশিতে হেসেছে ।
সে বাতাসকে ছুঁয়ে আমি ছুঁয়েছি জীবনকেও,
ছোটখাট মানবিক খুনসুটিকে, ছুঁয়েছি তোমাকেও ।


তোমাকে যে ছুঁয়েছে মানবিক গভীরতায় সে
কি কভু নিঃসঙ্গ হতে পারে বনসাই রাজকন্যা ?


তোমার হাসিতে যে কষ্ট ভুলেছে সে কি কভু
সুদুরের অচিন মানুষ হয় বনসাই রাজকন্যা ?