০১)



কালো
চোখের
পক্ষপাতে
হারায় মন ।


০২)


যে
কাছে
এসেছে
সে আমায়
ভালবেসেছে ।


০৩)


না
থেকে
যা থাকে,  
তাকে বলি
স্মৃতির দাগ ।


ঘরানাঃ অবরোহী পঞ্চম


লাইন, অর্থ ও শব্দসংখ্যার সমতা বজায় রেখে এগিয়ে চলা অবরোহী কবিতার আদর্শ লাইন সংখ্যা পনের হলেও এটি এই ঘরানার একমাত্র লাইন সংখ্যা নয়, এই ঘরানার লেখা হতে পারে পনেরর কম বা বেশীও । উদাহরণ হিসাবে বলা যায় আদর্শ লাইন্সঙ্খ্যা পনের ছাড়াও এই ঘরানার লেখা হতে পারে পাঁচ, নয়, বারো, আঠারো, একুশ ইত্যাদি নানা আকারের। এগুলো আদর্শ লাইন সংখ্যা না হলেও ঘরানার অন্তর্ভুক্ত। যেমন ২৬-০৩-২৫ ইং তারিখের ১৮ লাইনের পর অবরোহী অষ্টাদশে লাল সবুজ স্বাধীনতার পর আজকের অবরোহী কবিতা তিনটি পাঁচ লাইনের । এই ঘরানার আদর্শ লাইন সংখ্যা পনের হলেও এর চেয়ে বেশী বা কম লাইনে যদি একটি সম্পূর্ণ ভাবকে রূপায়িত করা যায় তাহলে সেটা এই ঘরানার অন্তর্ভুক্ত ।মূল কথা হল এই ঘরানার প্রতি লাইনে বর্ণ সংখ্যা লাইন সংখ্যার সমান হবে । আজকের কবিতা ত্রয়ীর ভেতর থেকে প্রথম কবিতাটিকে লাইন ও বর্ণসংখ্যার সমতার ব্যাপারটি বিশ্লেষণ করে দেখানো যেতে পারে।  


লাইন নং – কবিতা – বর্ণসংখ্যা


০১          ঐ                ০১
০২          কালো          ০২
০৩          চোখের        ০৩  
০৪         পক্ষপাতে       ০৪
০৫         হারায় মন ।   ০৫  


এই কবিতার বিষয় বস্তু উন্মুক্ত, যে কোন মানবীয় অনুভব আসতে পারে এই কবিতায় ।