পা বাড়ালেই সামনে পায়েচলা পথ অবারিত,  
পথের শেষে হাতছানি দেয় পরিণতির গন্তব্য,  
সে গন্তব্যে সুখ হয়ে দাঁড়িয়ে আছো আরাধ্য তুমি,  
পা বাড়ানো মানে তাই তোমার দিকে যাওয়া,
পথ কমতে কমতে শেষে তোমায় কাছে পাওয়া,  
জীবনের মিলনাত্মক হিসেবটা বড় বেশী সোজাসাপ্টা,
এভাবে চাওয়া পাওয়ার সব হিসাব নিকাশ মিলে গেলে
বেঁচে থাকার সমীকরণটা বড় সাদামাটা হয়ে যায় ।


সহজ ভাবনার পথেই বাস করে জটিলতার হাড়গোড়,
আমাদের চাওয়া পাওয়ার অসম সমীকরণ সহসাই
বদলে দেয় সব কাগুজে হিসেব নিকেশের পক্ষপাত,
সরল ভাবনার যোগ বিয়োগ হয়ে ওঠে জটিল ধাঁধা,
আমি চাই তোমাকে আর তুমি চাও সুখের চাবি,
আমার ভালো লাগা ঘিরে থাকে অবারিত নীলাকাশ,
তুমি মিথ্যে সামাজিকতার মুখোশে কর হাঁসফাঁস ।    


বদলে যাওয়া সময়ে বদলে যায় মানুষের চাওয়া  
সময় সম্পর্কের অন্তরালে আঁকে ভাঙ্গনের রেখা,  
আমাদের চাওয়া খুঁজে পায়না পরিণতির সুখ দিগন্ত
পথ আর আমাদের মিলন সঙ্গীত লিখতে পারেনা ।