যারা কাঁটাতারে বুনেছিল অলৌকিক রৌদ্র
তারা সব এবার দাবদাহে নিপাত যাক,
দক্ষিণের ঘুমন্ত প্রদেশটা আলগোছে খুলে
তুমি মর্মরকে তুমুল দেখিয়ে দিতে পারো
খাজুরাহের উত্থিত মানমন্দির ।


এক মৃত্যুর মত শীত শেষে যাদের ফিরে
আসার কথা জোৎস্ন্যার বল্কলে লেখা ছিল  
তারা যদি পথ ভুলে কঙ্গোর উত্তাল আঁধারে
হারিয়ে গিয়ে থাকে তবে তাদের ইতিহাস
মুছে দিয়ে ভুল স্রোতে গা ভাসিয়ে দাও ।  


যারা স্তনকে পাহাড় ভেবে ভুল করেছিল
তাদের হাতে তুলে দাও রাজ্যরক্ষার ভার,
বরাদ্দে পাওয়া সময় ফুরিয়ে যাওয়ার আগেই
পানপাত্রে আরও কিছু মদির রাত্রি ঢেলে
চল যাই আদিম রমণীর বংশলতিকার খোঁজে ।