সাগর অভিমুখে নদীর ঢেউ,
সময়ের যাত্রায় কাছে থাকা কেউ,
দুইয়েরই থাকে বড় বেশী হারাবার ভয়,
উষ্ণ রাতের আঁধারের প্রশ্রয়ে শরীরে শরীর মিলে গেলেও
ডি এন এতে ঠিকই বয়ে চলে ভিন্ন বংশগতির ইতিহাস,
যে ঢেউ আয়ুর তটরেখায় নিঃশেষে বিলীন হয়ে যায়
তার খোঁজ কি কখনো রাখে বহমান জলের নিরবধি ?
যে মানুষ অনন্তের পদযাত্রায় একাকী হারিয়ে যায়
তার জন্য একটুও কি থমকে যায় জীবনের গতি ?


হৃদয়ের লবণ স্রোত নদীর মতোই বড় বেশী দিক বদলায়
সময়ের ঝড়ে নতুন পুরনো হয়ে কাছে আসে অচেনা মুখ,
অচেনা আপন হয়ে হারিয়ে যায় অতীতের ভালোলাগা ঢেউ,
মানুষ আজন্ম একাকী চিরদিন তার কাছে থাকে না কেউ,
ক্রমাগত ভাঙা গড়ার এই খেলার আরেক নাম জীবন,  
চলতে থাকে এই খেলা যতক্ষণ মৃত্যুময় আঁধারের স্পর্ধা
জীবনের পথচলায় না টেনে দেয় অন্তিম গন্তব্যের যতিরেখা  ।