যে
কথা
যায় না
প্রান খুলে  
বলা সহজে,
সে কথা আমায়
কেমন করে প্রিয়  
বলতে তুমি কহ যে,
কিছু কথা হয় স্মরণে
কিছু কথা হয় সঙ্গোপনে,  
কিছু কথা হয় ভাব রণনে,  
কিছু কথা হয় নয়নে নয়নে,  
কথার রাত দ্রুত হয়ে যায় ভোর,  
তবু কিছু কথা রয়েই যায় না বলা,  
না বলা কথা বেঁধে রাখে হৃদয়ে হৃদয় ।  


অবরোহী পঞ্চদশ