ঝিক ঝিক চলছে ছুটে রেলগাড়ি,
পড়নে তার গতির লাল শাড়ী,  
রেলের সাথে মন দিচ্ছে দুর পাড়ি,  
রেল যাবে ছুটে ছুটে সুখের বাড়ী ।


রেল লাইন সদা সমান্তরালে বহে,
লাইনে রেল গন্তব্যের পথে রহে,
কারো জন্য রেল গতি না কমায়,
তার যাত্রার সাথী চলমান সময় ।


রেলের শব্দে আড়মোড়া ভাঙে মন,
রেলের মত জীবনও ছুটে চলা ক্ষণ,
ছুটে চলা রেল করে স্বপ্ন সন্ধান,
অজানা অন্তিমে বয়ে চলে জীবন ।


স্বরবৃত্ত ছন্দ