আলো আঁধারের ধ্রুপদী খেলা শেষ হয়ে গেলে
ভাটার টানে পথ হাটে মুগ্ধবোধের ক্ষয়িষ্ণু আয়ু,
একদার ভালোবাসা মোড়ানো বিশ্বাসের বাহু
ভুল নক্ষত্রের ইন্ধনে বন্ধনের কানাগলি হয়ে গেলে
মুক্তির জানালায় উকি দেয় নিষিদ্ধ পরকীয়া রোদ ।


জয়ের উদযাপনে পুরনো হয়ে যায় অর্জিত রাজপাট,
প্রাপ্তিতে যেমন আটপৌরে হয়ে যায় বাঞ্চিত প্রেম,
জীবন যেন পাশের টেবিলে সাজানো সুরম্য মেন্যু,
নৈমিত্তিক ভোজে বাসী হয় মৌগন্ধি রসনার স্বাদও,
নিরামিষাশীর শাকাহারও তখন উপাদেয়  মনে হয় ।