আদিম উচ্ছ্বাসে মাতঙ্গিনী নাচে
ভয়াল মৃত্যুর ময়াল ভ্রূকুটি,
বহু জন্মান্তরের জমে থাকা শাপে
অপারগ কাঁপে অশরীরী ভয় ।

নীরব কান্নায় রচে নিপীড়িতের
অলিখিত ইচ্ছে সংবিধান,
হারানোর গহন দুঃখে একাকিনী বহে
অভিমানী অমরাবতী স্রোত ।  


নির্নিমেষ চোখের মোহনা মাড়িয়ে
সতত ঝরে সফেন মহাকাল,
সকালের আলো ঝরে জেনে যায়
প্রকৃতিও নিয়মের মত নির্দয় ।


এক জীবনের অন্তিম অভিশাপেও
শেষ হয়না পাটীগণিতের সুদকষা অধ্যায়,  
জীব সেরার স্বঘোষিত তকমা নিয়েও  
মানুষ বরাবর বড় অসহায় ।