তোমার দ্রৌপদী হাসির সর্পিল খানাখন্দ বেয়ে
আমাদের মাঝে কাঁটাতারের দুর্ভাগ্য
বয়ে পৌঁছে গেছে গান্ধর্ব মহাকাল,
অপার্থিব তৃষ্ণারা ঘুম বুনে বুনে ঝরে গেছে  
নিয়মের কবোষ্ণ লালাগ্রন্থি থেকে,
ভুভুক্ষ কবির গ্রন্থস্বত্ব সেই কবেই হয়ে গেছে
বণিকের খোলা পন্যবাজারে সস্তায় নিলাম,
নারী আজ পাঠকের ভোগী আকাশে অনূদিত চাঁদ ।


মর্মরের ত্রিফলা অভিমান কি আর কখনো
সত্যিকার মরুঝড়ের উন্মত্ত তীব্রতায়
আঘাত হানতে পারে ছলনার কপট চোখে,
রাগ অনুরাগ আজ একই নক্সার ছাটে
কাটা সেলাইয়ের সারিবদ্ধ ক্লীব কাটপিছ,
ঘনঘোর আধিয়ায় হৃদয় চেনা বড় দায়,
কারো আর ভালোবেসে অকপটে বিছিয়ে
দেবার মত কোন অলৌকিক আকাশ নেই ।