পাওয়া না পাওয়ার চেয়ে দুঃখী পেয়ে হারানো স্বজন,    
অজানা সুরের প্রতীক্ষায় বয়ে যায় নিস্তরঙ্গ নিশিদিন,
শরণার্থী স্বপ্নের শরীর জুড়ে তারপুলিন,
ময়াল রাতের প্রহরে জাগে গাঙ হরিণ
স্মৃতির মনন্তর কাঁদে বুকের কাছে জমিয়ে সুখের ঋণ ।


প্রকরণঃ লিমেরিক