অপলক রাত বুনেছি যে
মদির চোখের পাতায় পাতায়
সে যেন পাতালপুরীর রূপকথায়
আমাকে কখনো না খোজে,
আমি থাকি যার মন মন্দিরায়
গাথা সুরের ভাজে ভাজে
আমাকে ভালোবাসে সে যেন
শুধু আমার গ্রহনকাল বোঝে ।  


নির্ঝরের অপাপবিদ্ধ  হাত
ছুঁয়েছি যে রাতের স্পর্ধায়
সে যেন আমার শার্সিতে
তমসার বাগদান না রচে,
আমি সময়ের নদে ভাটিয়ালী
সুরে স্মরনের বন্দর খুঁজি,
আমাকে আপন করে সে যেন  
সুরের প্রতিদান না যাচে ।