কি
খেলা
খেললে
খেলারাম ?
ভেঙে দুমড়ে
গেলো এ হৃদয়,
এ কথা জানে মন
ভালোবাসা নয় রণ,
স্মৃতির হাতচিঠি ভুলে
খেললে নষ্টের সাপলুডু
আমার বুকের ধান জমিনে,
ভুল ভালোবাসা কাদায় সতত,
চোখের নদী বহে অকুলে আনত,  
তীর ভেঙে তীর গড়াই নদীর খেলা
হৃদয় তীর ভেঙে সময় বয় একেলা ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ