মৃত্তিকা, তোমার সুরম্য শরীর জুড়ে
আজ পোকা মাকড়ের অবাধ বসবাস,
এতোটাই তুমি বদলে নিয়েছ নিজেকে,
তোমার ভাবনায় বুড়ো মেদিনীপুর
আর ফেলে না তপ্ত স্মৃতির নিঃশ্বাস ।


মৃত্তিকা, কতদূর গেলে বল যাওয়া হয়
এক জন্মের নিয়তি বদলের মত পথ ?
এক জীবনে মানুষ কতোটা বদলাতে পারে ?
কতটা সময়ের জল গড়ালে বল চেনা মুখ
বিস্মৃতি ঝড়ে চিরদিনের মত পর হয়ে যায় ?


মৃত্তিকা, আজ যাকে আশ্রয়ের ছাদ ভাবছ
নতুন ভূমিধ্বসে যদি সেও ঠিকানা বদলায়,
নতুন কোন বন্দরে তোমার না মেলে সহায়,
তবে কি উষ্ণ নিরাপত্তার খোঁজে ফিরবে তুমি
পিছে ফেলে যাওয়া পুরনো সে ধূলিশয্যায় ?


মৃত্তিকা, এই আমি আজও বুকের বল্কল থেকে
পারিনি মুছে ফেলতে জন্মদাগের পুরনো ক্ষত,
বদলে আমি যাইনি, আমাকে বদলেছ তুমি,
তোমাকে ঘিরে স্বপ্নেরা আজও আমার সত্ত্বা জুড়ে
তুমি সেখানে আজ জন্ম জন্মান্তরের মত মৃত ।