খেয়ালী বৃষ্টির পথ চেয়ে যদি
চাতকের চোখে নামে কালঘুম,
চিতার আগুনে যদি হানা দেয়
অনাবশ্যক বৃষ্টির রিমঝিম ?
ধুধুযান আলোক বর্ষের
দুস্তর পথ মাড়িয়ে পুনর্জন্মে
যদি কখনো এই অরুণাচলে
ফিরে আসি আরেকটি আমি,
যদি অতৃপ্ত আত্মা আরেক বার
পায় নশ্বর শরীরের অধিকার,
তাতে কি একটু লোবানের
কটু দীর্ঘশ্বাস মিশে রবে না ?


চেনা জানা চোখের নদীগুলোতে
যদি পুরনো ভালোবাসা না বয়,
অথবা কোন তপ্ত মরু শহরে
আমি যদি হই ভুল জলদস্যু,  
নিজেকে কি অচেনা মনে হবে
তখন সে অলৌকিক আঁধারে ?
জীবনের মাঠ জুড়ে যদি না থাকে
পাখি ডাকা সবুজের নির্ভয় ,
ফিরে আসার পথ চেয়ে কারো
চোখের পাতায় না কাঁপে প্রশ্রয়,
তবে কি অর্থহীন হয়ে যাবে
ঘরে ফেরার অদ্ভুত অসুখ ?