নৃশংস দক্ষতায় কাঁপে না আততায়ী হাত,
বুকের মৃদু আলোড়ন ঢাকে ঘাতক রাত,
কিছুতেই আটকানো যায় না নক্ষত্র পতন,
কফিনের সেলাই করা আঁধারে মুহূর্তেই
ঢেকে যায় এক জীবনের হাসিকান্নার গল্প,
প্রহেলিকার অন্ধ জঠরে জন্ম নিতে থাকে
আরও একটি কুহক সভ্যতার ভিত্তিপ্রস্তর ।
কোথায় শেষ এই মিথ্যের মানুষ মানুষ খেলার ?


ধুর, বাদ দাও এসব সস্তার পুরনো আদর্শলিপি,
বিনা টিকিটে উঠে পড় চলতি সময়ের ট্রামে,
চালান হয়ে যাক আরেক পেগ গনগনে টাকিলা,
টাকিলা আসলেই অনন্ত যৌবনের দূত,
দুঃসময়ে পাশে থাকা একমাত্র বন্ধু,  
সে মুহূর্তে ভুলিয়ে দেয়,  
পরাজয়ের গ্লানি
বিচ্ছেদ যাতনা
সুতীব্র মৃত্যুশোক
নিহত প্রথম প্রেম
রক্তাক্ত প্রতারণা
সম্পর্কের ঘুণ
স্বপ্নভঙ্গের হতাসা
দুঃসহ ক্রোধ
হৃত আত্মসন্মান
ভুত ভবিষ্যৎ
শুধু সত্য হয়ে জ্বল জ্বল করে জ্বলতে থাকা
বর্তমান কাঁচের চোখ খুলে অপেক্ষায় থাকে
উরুসন্ধির জন্মান্তর থেকে কখন আলগোছে
খসে পড়বে ক্যাবারে নর্তকীর শেষ উস্কানি,
টগবগে রাতের যৌবন শেষে তামাদি স্বপ্নের
ফালি ফালি করে কাটা আকাশের কষ্ট নিয়ে
আবারও কক্ষে ফিরে আসে আহ্নিক সকাল,  
কাউকে কি আজ কোন কথা দেবার ছিল ?
আজ কি কোন অন্যরকম কিছু হবার ছিল ?
আজ কি কারো কাছে যাবার কথা ছিল ?