যে
পথে
শিশির
ধোঁয়ায় পা,
শিউলি মালা
বিদায় বেলায়
মন বাড়িয়ে ডাকে
ঝরা প্রাতের দোহাই
পথিক, একটু থেমে যা,
বাঁধন হারা পাগল পারা,
স্মৃতিগুলো রঙিন ঝর্ণাধারা
সে পথের কাছে আছে কিছু ঋণ
যে পথ বাঁজায় আমার স্বপ্ন বীণ,  
যে পথে বাঁচে আমার সুখের দিন,
যে পথ গন্তব্যে ভালোবাসায় অন্তরীন ।


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ