ক্লান্ত বিকেলের বেঁচে যাওয়া বিষণ্ণতা
আমাদের একজীবনের যৌথ সঞ্চয়,
আয়ুরেখা ধরে তবু যতোদূর চোখ যায়
আমি হেটে গেছি তুমিহীন তোমার অভিমুখে ।


কত কাছে তবুও সহস্র আলোক বর্ষের
অধরা দূরত্বে বড় দ্যুতিময় তোমার ঐ চোখ,
কান্নার লবন নদীটিকে আমি পারিনি ফেরাতে
আমাদের নিয়তি সাগরের মিলন মোহনায় ।      


আগুনের সুর্য গোলকটা তোমায় দিয়ে
আমি তোমার বিশ্বাসের আকাশ হলেম,
আমার নিঃসঙ্গ অমাবস্যা রাতের আঁধারে
বিস্মরণের চাঁদ হয়েও তুমি ডুবে গেলে !