দৃষ্টি প্রসারিত
বাতাসে বারবার কেঁপে যাচ্ছে দৃশ্যপট,
যা কিছু ছিল ...
দুরাগত নাগরিক জীবনের কোলাহল,
সন্ধ্যার রাগে ও সুর্যের প্রজ্বলনে সতত
জানা হয়ে গেছে সব ...
এই কোলাহল, এই দৃশ্যপট !
এসবই জীবনের যতিচ্ছেদ।
বিদায়ী অনুরাগ, এবং জ্যোতির্ময় শব্দমালা ।


Translation of
Departure by Jean Arthur Rimbaud
                    (জাঁ আর্তুর র‌্যাঁবো)