তোমার চলার পথে বৃষ্টি হয়ে
আমি আর ঝরবো না কোন দিন,
পাতাঝরা শীতের শুন্যতা ঢেকে
ভালোবাসার বার্তা নিয়ে হলুদ
বসন্ত ঠিকই ফিরে আসবে,
আমি আর ফিরবো না কোনদিন,
মগডালে সবুজ পাতার লাজুক
বুকে কৃষ্ণচুড়া লাল হয়ে ফুটবে,
আমি আর দক্ষিণা বাতাসের মত
ফিরবোনা সেই চেনা পথ ধরে,
বর্ষণ রাতের মেঘলা চাদর সরিয়ে
আকাশের নীল গায়ে মেখে সূর্য
আবার হাসবে রোদের হাঁসি,
আমি আর ফিরে আসবো না,
রাতের আকাশের ষোড়শী চাঁদের
দিকে চেয়ে পুরনো দিনের কথা
ভেবে হয়তো  আমাকে মনে পড়বে
তোমার কিন্তু আমি ফিরবো না,
নিঃসঙ্গ বাতাস জানিয়ে দেবে
আমার মৌনতা, আমার অনুপস্থিতি ।