যদি কাছের কেউ ভাঙে বুক,
যদি ফিরে আসে পুরনো মনান্তর,  
যদি দুঃখের নিশি না পায়
খুঁজে সুখ প্রভাতের পরশ,
তবে নদীর মত কাঁদো,
যে কান্নার উৎসমুলে পাথরের
চোখজুড়ে নামে জলের ঝর্না,
চলার পথে সবুজ  সভ্যতার প্রতিপালন,
মিলন মোহনায় সাগরের লবনাক্ত
শোকে জন্ম জন্মান্তরের মত বিলীন  ।