হেরে গিয়েছিলাম অথবা হারিয়ে
দিয়েছিলাম,
ফিরে এসেছিলাম অথবা ফিরিয়ে
দিয়েছিলাম,
লুট হয়ে গিয়েছিলাম অথবা লুটে নিয়েছিলাম,
আজ আর আমাদের সেইসব পুরনো
বিয়োগান্তক গল্পের ক্ষতবিক্ষত শরীরে
আলাদা কোন যুগল রং নেই,
আজ আর নেই কোন ধ্রুপদী অহংকার,
নেই কোন কালসিটে কান্নার কালশৌচ,
আমাদের বিচ্ছেদের শোক বুকে নিয়ে
বহু আগে অনন্তে বয়ে গেছে মহাকালের ঘুম,
আজ আর তুমি আমার এক জীবনের
চলতি সুখ দুঃখের মিলন মোহনা নও,
আজ আর তোমার প্রতিদিনের নিরব
কান্নাভেজা প্রার্থনায় আমার নেই কোন ঠাই...
তুমি আছো, আমি আছি, তবুও আমরা কোথাও নেই,
আমাদের নামে আজ আর নুড়ি জমায় না ঢেউ,
আমাদের নামে যুগলবন্দীর বাজি ধরে না কেউ,
আমাদের সুখ শীৎকার হয়ে বাজেনা আজ
কোথাও,
একই আকাশের সামিয়ানায় আমাদের বিচ্ছেদের
সংসার,
একই বাতাসে ওড়ে নিত্য আমাদের প্রতিশ্রুতির
অঙ্গার,
ভালোবাসা মরে গেলে আকাশ তবু রয় নীল,
ভালোবাসা মরে গেলে তবু বাতাসে ডানা
ভাসায় চিল,
ভালোবাসা মরে গেলে নদীর জল তবু সাগরে
ছোটে অবিরল,
ভালোবাসা মরে গেলে কালের ঘড়ি তবু খুঁজে
ফেরে অস্তাচল,
ভালোবাসা মরে গেলে একটু কি থমকায়
প্রেমিক হৃদয়?
ভালোবাসা মরে গেলে বাঁচে কি পুরনো কোন
স্মৃতির সঞ্চয় ?