ডটপেনের কামুক ডগায় রাত্রি নেমে এলে
কবিতারা নারী হয় আমার শব্দের বিছানায়,
কুলভাঙা উদ্বেল নদীর মত সে নারী আমাকে
তার সর্বগ্রাসী বাহুডোরের আগ্রাসনে জড়ায়,
দুর্মুখ প্রেমিকের মত শৃঙ্গারে শৃঙ্গারে আমিও
তার রোমকূপের বনে শিহরণ ঝড় হয়ে যাই,
বিপদ সংকেত চুড়ান্ত সীমানা ছাড়ালে আমরা
রাগ দরিয়ার শীৎকারে সুখের পানসি ভাসাই,
কবিতাকে আমি মনের মত করে সাজাই,
কবিতাকে আমি নারীর মত তুমুল বাজাই ।