চাই চাই আজো চাই তোমারে কেবলি|
আজো বলি,
জনশূণ্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি আজো বলি—
অভাবে তোমার
অসহ্য অধুনা মোর, ভবিষ্যত বন্ধ অন্ধকার,
কাম্য শুধু স্থবির মরণ|
জানি তুমি মরীচিকা; তোমা সনে প্রাণ বিনিময়
কোনোদিন হবে না আমার|
পশিনি তোমার মর্মে, নিজের গহনে
জমিয়েছিলাম শুধু মিথ্যার জঞ্জাল|
জানি, কত তরুণীর গাল
অমনি অধৈর্যভরে শতবার দিয়েছি রাঙায়ে;
অনুপূর্ব পথিকার পারে।