ওমর খৈয়াম (১০৪৮-১১৩১খ্রি.) রুবাইয়াত (চার লাইনের বিশেষ ধরনের কবিতা) লিখে বিখ্যাত হয়ে আছেন। তার কবিতাগুচ্ছ রুবাইয়াৎ-ই-ওমর-খৈয়াম নামে সমাদৃত হয়েছে। পেত্রার্কের সনেটের মত রুবাইয়াৎ এক বিশেষ ধরনের চতুষ্পদী কবিতা। খৈয়ামের কবিতাগুচ্ছের বিষয়বস্তুু প্রেম, উপভোগ, পরকালের সুখ দু:খের অবিশ্বাস,জাগতিক বিষয়ে উদাসীনতা,মাদকতা প্রভৃতি বিষয় নিয়ে। তিনি আব্বাসীয় আমালের (৭৫০-১২৫৮ খ্রি.) একজন বিখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ এবং কবি। নানা জ্ঞানের সমাবেশ  এই মানুষটির মধ্যে ঘটেছিল।
তাঁর  একটি রুবাইয়া...


❝এক সোরাহি সুরা দিও, একটি রুটির ছিলকে আর,
প্রিয় সাকি, তাহার সাথে একখানি বই কবিতার,
জীর্ণ আমার জীবণ জুড়ে রইবে প্রিয়া আমার সাথ,
এই যদি পাই চাইব নাকো তখত্ আমি শাহেনশার।❞