ভালবাসা যতটা ভাল মনে হয় ওতটা আলো ওতে নেই!
ভালবাসা চাঁদের রূপালী আলো দিয়ে ঢাকা; যেমন মাছ পানিতে।


দূর হতে রূপালী আলো ফুঁড়ে অভিমানের বুদবুদ উঠতে দেখা যায়,
গভীরে গিয়ে দেখতে গেলে; হাজারো বুদবুদের সমূহ সম্ভাবনা আবিস্কার করা নিতান্তই সহজ!
আর প্রেমির ভাগ্য নিতান্ত খারাপ হলে; আলো ফুঁড়ে নতুন দ্বীপ জাগতেই পারে!
দ্বীপ উঠাতে আহত হবার কিছু নেই, ও হরহামেশাই ঘটে।
আর নব নব দ্বীপ জাগবার সম্ভাবণা যে কত তা গুনতে বোধ করি 'শুমারের' প্রয়োজন; মন-শুমার!


নদীর স্রোত ধারার ন্যায় যৌবনের স্রোত ধারা বাহিত হলে;_
অবস্থানের বিবিধ পরিবর্তন লক্ষ্য করা যায়।
ফলে, মাছ বেচারা কাঁদুক আর নাই কাঁদুক; স্থানচ্যুতে বাধ্য হয়।


পানিতে আবর্জনা ফেলতে ফেলতে পানি যখন বিষিয়ে উঠে,
মাছ বেচারা তৎক্ষনাৎ প্রস্থানের মনস্থা করে নিলে;_
চাঁদের রূপালী চাঁদোয়াটা কোথায় যেন মিলে যায়!
আর ঐ শত শত মাছ শিকারীর কথা তো রইল-ই।