বিস্বাদ তৃষ্ণা জাগে

রাতের গভীরে অন্ধকারে
শত আলোক বর্ষ দূরে
হারিয়ে যাই ছায়াপথে
বিলীন কৃষ্ণ গহ্বরে।

পাহাড় চূড়ায় মেঘ ছুয়ে
কুয়াশায় মিশে যাই দুইয়ে
সাগরের গভীর জলে
বীনিদ্রের ঘুম সলিল সমাধি স্থলে।

আমাকে হারাই আত্নহারায়
আত্নহূতি আত্ন-অজানায়
চেনা পথে হারায়
নিজের নিজেরে অচেনায়।

বিস্বাদ তৃষ্ণা জাগে  
চেনা পথ যত অচেনা লাগে
পরিচিতজন অপরিচিত
অজানা সব জানা যত।