সর্পিল আলিঙ্গনে
বিষাক্ত চুম্বনে
বিশ্বাসে যে বিষ করেছি পান
সে বিষে জ্বলে যায় প্রাণ।

দুঃখ কেন করিস মন
এত দুঃখ কিসের তোর
কাঁদিস কেন তার লাগি
যে করেছে তোরে পর।

যার জন‍্য তুই কাঁন্দিসরে
সে কাঁন্দাছে তোরে
মন দিয়াছো যারে
মন ভাঙ্গে সে তিলে তিলে মারে।

ঘর বাধিয়া রাখলি যারে
বিশ্বাসের সেই  ঘরে
মিথ্যা স্বপ্ন ঘোরে
অবিশ্বাসী আঘাত করে।

দেখাইয়া চাঁদের জোসনা
ছলনাময়ীর নিষ্ঠুর ছলনা
যে আগুনে পড়ে হৃদয়
জলে  নিভে না