আমি কোথাও দেখিনি তোমাকে,
বনলতা সেন—
দারুচিনি দ্বীপেতে,
সাগরের নীল জলরাশিতে।

কত খুঁজেছি আমি
পারভাঙা ঢেউয়ে,
কোরাল-ঝিনুকে,
সৈকতে আস্তর পড়া ফেনাতে।

আমি কোথাও পাইনি তোমাকে—
ঝাউয়ের বনেতে,
গাঙচিলের ডানাতে,
আকাশের নীলিমাতে।

তবে কি তুমি শুধুই কল্পনাতে,
আবেগী কবির জল্পনাতে,
উদাসী কারো আল্পনাতে?
আমি কোথাও পাইনি তোমাকে।

সমুদ্র-সৈকতে,দারুচিনি দ্বীপেতে
ডুবচর-বেলাভূমিতে—
কত খুঁজেছি তোমাকে আমি,
কোথাও নেই তুমি।