কৃষ্ণচূড়া, তুমি রঙ ছড়ালে ডালে,
আমার মনে প্রেমের আগুন জ্বালালে?
তোমার রক্তিম রঙে প্রেমের আগুন
আমাকে পোড়াল বিরহ-ফাগুনে।
তুমি রঙ ছড়ালে ডালে ডালে,
আমি ভাসি আঁখির জলে।
তোমার রঙ সাজিয়েছে প্রকৃতি,
আমাকে কাঁদায় বিরহ-স্মৃতি।
বুকের গভীরে ব্যথা বাড়ে,
প্রিয়হীনতায় জীবন ঝরে।
কেন এ বিরহ-জ্বালা দিলে—
পুড়ে যাই আমি বিচ্ছেদ অনলে।