কত রজনী ফুরল হায়
কত সময়ের স্রোত ধায়
যাহা যায় যা, হারিয়ে যায়
ফিরিয়া আসিবেনা তাহায়
কভু ফিরে নহি পায়।


যেথা ছিল কিছু আশ
যাহা ছিল ভালবাসা
ভুলে যা,
যত আশা - যত ভালবাসা
হতাশা-কুয়াশা।


বন ফুলে ভ্রমরায়
মধু লোভে বনে যায়
মৌভূখ ভ্রমরায়
মধু লুফে চলে যায়
নিশীথে ফুটাও ফুল, মিছায়।


কত রজনী ফুরায়
সময়ের স্রোত ধায়
যে যায়, তারে ফিরিয়ে
মায়াতে জড়িয়ে
শুধু কষ্ট বাড়ায়।


অলির আশায় কত মাধবী শুকায়
অকাতর দিন যায়
বিরহে দিন যায়
দুঃখ ধায়-
দন‍্যতায়।