মরণ
- মোঃ হাসান মাহমুদ (হাসান)
তুমি সুন্দর মম মরণ
তোমারে করি স্মরণ,
সহ্য হয় না মোর বেদনার বদন
মুক্তি-মাল্য করো গো বরণ।
কাঁটাভরা পথ কত দিয়েছি পারি
করেছি সবই দান,
নিজেরে শূন্য করি
আজ শৃঙ্খল-মুক্ত কর এ প্রাণ।

অনেক কেঁদেছি আমি
অশ্রুসিক্ত আঁখি,
করুণা কর হে আমায়
কিছু রাখি নাই বাকি।
পাষাণ প্রাণে আজি
ঠাঁই নাই ব্যথা সহিবার, করো হে বরণ
রিক্ত হৃদয় আমার
অবিরত যার রক্তক্ষরণ।

মরণ, কর হে বরণ
অন্ধ কর এ আঁখি,
মুক্ত কর এই কারার আবরণ
সুন্দর মরণ, তোমারে দেখি।
বারে বারে কাঁদিছে পরাণ
সোনার খাঁচা রাখি,
জড় দেহ দাও ফেলি, মুক্তি করো দান
মুক্ত কর হে অচিন পাখি।
মরণ, তোমারে করেছি স্মরণ।