বছর ঘুরে আসে আবার
আসে মাহে রমজান
আমার আল্লাহ মেহেরবান,
পাপী-তাপীরে করবেন ক্ষমাদান।
রমজানে যে রোজা রাখে
আল্লাহ দয়া করবেন তাকে,
রোজাদারের মোনাজাতে
রহমত পায় খোদা হতে
নেয়ামতে পূর্ণ রমজান
যে জন রাখিবে তার মান
আল্লাহ তারই করবেন দান
আল্লাহ যে মেহেরবান।
ত্রিশ রোজা রাখার পরে
ঈদ যে আসে সবার ঘরে
কষ্ট যত যায় দূরে
ঈদের খুশি সবার তরে।
ঈদগাহে যাই আমরা সবাই
পড়তে ঈদের নামাজ রে ভাই
খেয়ে মজার ফিরনি-সেমাই
ঘুরে ফিরে সবাই বেড়াই।