কোন একদিন ভোরে
মুয়াজ্জিনের সুরে,
ঘুম ভেঙে শুনবে তুমি—
সব ছেড়ে চলে গিয়েছি আমি।

ভোরের বেলায় মিনারায়
হবে এলান জানাজায়,
খুঁড়বে কবর এই আমার—
সব আয়োজন দাফন দেবার।

বরই পাতার গরম জলে
গোসল দেবে সাবান ডলে,
আতর আর সুরমা দিয়ে
সাজাবে  আমায় সকলে মিলে।

বাগান হতে বাঁশ আনিবে,
চাটাই হবে ছাদ,
স্বজন তোরা আমার জন্য
খোদার কাছে কাঁদ।

আসবে সকল একে একে
সমবেত হবে জানাজাতে,
মোনাজাতে করবি দোয়া—
আমি যখন কবর সোয়া।

মুখেতে কলেমা ঝপা,
মাটিতে দেবে চাপা,
গোরস্থানে একলা পড়ে
সংগী-সাথী যাবে সরে।

অন্ধকার কবর ঘরে
মুনকার-নাকির সওয়াল করে,
দোয়া করিস ভাই—
নাজাত যেন রে আমি পাই।

বলি মালিককে—
যে দিন হাশরে তুলিবে,
আমার হিসেবের খাতাটা খুলিবে,
থাকি যেন আমি রাসুলের শাফায়াতে।

কাঁদিস না রে আমার স্বজন,
দু’হাত তুলে কবরে মোনাজাত—
রব্বে কারিম শুনে যেন
আমার ফরিয়াদ।