বাজছে যুদ্ধের দামামা,
মরে শান্তির হামামা।
কাঁদে ফিলিস্তিনের শিশু,
কোথায় তুমি ইসরায়েলের যিশু?
বাজছে যুদ্ধের দামামা,
মরে শান্তির হামামা।
বুকের ভেতর রক্ত জমা,
কাঁদে শত শহীদের মা।
বাজে অস্ত্রের ঝনঝন,
সাজো রণ রণ,
করো শহীদের তামান্না,
পাবে জান্নাতি সামামা।
জ্বলে উঠো অগ্নিশিখায়,
ভর করে ফিনিক্সের পাখায়,
শহীদের তামান্নায় পূর্ণ কর দিল,
হয়ে ওঠো আবাবিল।
জাগো জাগো জাতি,
জাগাও পাষাণের বুকে ভীতি।
জ্বালাও অগ্নিশিখা,
আসুক প্রলয়শিখা।