এত খাই, এত খাই
তবু দেখি কিছু নাই!
সব যেন গিলে যাই
হাওয়া মিঠাই।
রক্ত খাই, মাংস খাই
হাড়-গোড় সবই খাই,
অস্থি-মজ্জা কিছু নাই
আর চাই, আর চাই!
সর্বভোজী, সব খাই
মাঠ খাই, ঘাট খাই,
শ্মশান-গোরস্থান গিলে যাই
তার পরও আরও চাই!
এত খাই, এত খাই
ক্ষুধে তবু মেটে নাই,
সভ্যতাকে চিবিয়ে খাই
এ যেন হাওয়া মিঠাই।