জমিনের বুকে জুলুমে ভরে জালিম জালুত
গড়ে সেনাদল, অভিযানে যায় বাদশাহ তালুত,
জালিমের ভয়ে সবে কাঁপে দুরু দুরু
ইস্রাঈলী জাতি ছিল এমনি ভীরু।
যুদ্ধের ময়দানে ডেকে বলে জালুত—
“কে করবে লড়াই? এসো, যে খেয়েছে মায়ের দুধ”
চাহিয়া সামনের পানে যখন অসহায় তালুত
আসে ঈমানের জোড়ে বলীয়ান এক বীর দাউদ।
সমরের সহসী বীর আনিল বিজয় ছিনে
অর্ধেক রাজত্ব রাজা দিলেন তাঁরে দানে,
দিকে দিকে ওড়ে ঈমানের নিশান
খুশি হন তাতে আল্লাহ মোহন।
বিচার করিতেন তিনি কাজীর আসনে
দাউদের ন্যায়বিচার সকলেই জানে,
কাটাইতেন রাত তিনি আল্লাহর ধ্যানে
খোদা তাঁরে ধন্য করেন জ্ঞান আর গুণে।
পাহাড়-পাখি সবই ছিল তাঁর অধীন
জনে জনে তিনি শিখাতেন দ্বীন,
লোহা দিয়ে তিনি বানান বর্ম
প্রতিষ্ঠা করেন দুনিয়ায় সত্য ধর্ম।
একে একে জয় করেন তিনি ফিলিস্তিন
প্রতিষ্ঠা পায় সেথা আল্লাহর দ্বীন,
রিসালাতে পান তিনি কিতাব যাবুর
প্রশংসা লেখা যাহায় মহান প্রভুর।
শুনে যাবুরের বাণী—
পাহাড়-পর্বতসহ মুগ্ধ সকল প্রাণী,
তিলাওয়াত করেন যখন খোদার নবী
দেখত জগৎ তখন ধ্যানের ছবি।
তিলাওয়াত করতেন যাবুর সুমধুর সুরে
মাছেরা শুনতো এসে নদীর কিনারে,
করিতেন যখন তিনি প্রভুর গুণগান
বাতাসে যেতো শোনা তাঁর সেই তান।