প্রাচীন মরুর বুকে
পাপাচারে সত্য যখন মরছে ধুঁকে,
হুদ নামে এলেন নবী, সত্য লও জানি
শোন মুমিন, এটা কোরআনের বাণী।
আদ জাতির ছিল গর্ব
ধন-সম্পদে ছিল ভূ-স্বর্গ,
সুঠাম যাদের গায়ের গড়ন
অসীম শক্তি করতো ধারণ।
ভুলে গিয়ে আল্লাহর নাম
গড়িল তারা পাপের ধাম,
নবী হুদ (আঃ) বলেন ডেকে
ফিরে এসো আল্লাহর দিকে।
নিজের অন্তর-দুয়ার খোলো
পাপের পথ ছেড়ে চলো,
দেখ-নিজেদের পাপের দায়
নূহের জাতি ধ্বংসপ্রায়।
অহংকারী আদ জাতি
নিজেরাই করে নিজেদের ক্ষতি,
নবীরে করে অবহেলা
ডাকলো তার ধ্বংসলীলা।
ঝড় বইল মরুর বুকেতে
আদ জাতি ধ্বংস হল ধূলার স্রোতে,
সুবিশাল অট্টালিকা রইল পরে পিছে
তাদের সকল বড়াই হল তখন মিছে।