পাহাড়সম প্রাচীর, মজবুত দুয়ারে
তবুও নগরদ্বার পুড়ে,
আগুন লাগে সাজানো শহরে
তোমার প্রেমেতে, হেলেন।
হাফিজের প্রেম গীতি,
অসমাপ্ত কাব্যলিপি
বিরহে পুড়েছে—
তুমি কি সেই হেলেন?
ট্রয় নগরী কিংবা হাফিজের মন
করেছে যখনই প্রেম নিবেদন,
পুড়েছে তখন—
তুমি প্রেমিকা না দহন?
তুমি প্রেমিকা না আলেয়া,
তুমি কি শুধুই মিথ্যা মায়া?
তোমার বিরহে নগর পোড়ে,
মন পোড়ে।