মনে পড়ে তোমাকে,
মনে পড়ে অবসর বিকেলে,
মনে পড়ে নিঃসঙ্গ রাত্রিতে—
আজ বারেবারে মনে পড়ে।
যে তুমি ছিলে আমার,
ছিলে প্রতিটি নিশ্বাসে,
ছিলে আমার বিশ্বাসে—
আজ হায়, সে তুমি নেই পাশে।
নিঃশব্দ নীরবতা, বিষাদ নির্জনতা,
বুকের মাঝে যে শূন্যতা
ভুলতে দেয় না তোমাকে—
বারেবারে মনে পড়ে।
সময়ের স্রোতে আমরা দুজনে,
আমাদের বাস দুই ভুবনে।
যেখানে নেই তুমি, আমি একা—
মনে পড়ে তোমাকে।
তুমিও কি আজ আমাকেই ভাবো,
নাকি হারিয়েছি স্মৃতির আধারে?
ভুলতে চেয়েও পারি না ভুলতে—
বড় বেশি মনে পড়ে।
মনে পড়ে তোমাকে অঝোর শ্রাবণে,
আমরা দুজনে বর্ষাতে ভিজে,
আমি তোমাতে, তুমি আমার মাঝে—
বারেবারে মনে পড়ে।