ভালোবাসা চাই,
চাই সর্পিল সঙ্গম;
অজগরের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
শেষ নিশ্বাসটুকু বের করে নাও
বিষাক্ত গোখরের চুম্বনে।

কালনাগিনীর চাইতেও ভয়ংকর সেই বিষ,
যে বিষে আমি জ্বলছি,
বিশ্বাসঘাতকের সে বিষ
স্বেচ্ছায় করে পান,
যে বিষে আমি নীল হয়েছি।

চাই মৃত্যুর আলিঙ্গন,
তিল তিল ফুরিয়ে যাওয়ার আগে।
জ্বালাবো না আর নিভে যাওয়া প্রদীপ,
চাই সর্পিল সঙ্গম—
মৃত্যুর আলিঙ্গনে এসো, যম।