কেমন করে বেঁচে আছি এই আমি
কীভাবে আছি তুমি ছাড়া
তুমি দেখতে পেতে
যদি আরেকটু বসে যেতে।
সেই রাত এতটা দীর্ঘ ছিল
কীভাবে বাঁচি, বল!
আমার আকাশে আর চাঁদ ওঠেনি
সেই রাত এখনো কাটেনি।
যখন তুমি ছিলে
পূর্ণিমার চাঁদ আমার হাতে ছিল
যখন তুমি চলে গেলে
সব আলো সাথে নিয়ে গেলে।
কেমন করে বাঁচি, দেখতে পেতে—
যদি আরেকটু বসে যেতে।