জন্ম-জন্মান্তরের পাপের ভোঝা
মাথায় নিয়ে চলি পথ আঁধার,
অমৃত নয়, চাওয়া আজ
শুধু নিঃশ্বাস একটুকু সুধার।
অন্ধকার গলির নিঃশব্দ ধারে
হেঁটে হেঁটে হারাই রাত্রির ঘরে,
উষার আলো খুঁজে ফিরি—
নেই দিগন্তে তারার ভোরে।
দিকে দিকে খুঁজি মুক্তির রেখা,
অন্তহীন এই পাপের দেখা।