যার হরষে মন করে কেমন
যার বিরহে যাবো মারা
তারে এনে দে সখি
এনে দে, এনে দে তোরা।
যার পরশে  মোর বদন জুড়ায়
যার বিহনে শূন্য ধরা
তার বিরহে এ হৃদয় পোড়ায়
তারে এনে দে সখি তোরা।
আমার মনের বন
জ্বলে যে আগুনে
দ্বিগুন দহন
তার বিহনে।
সে যে ফুলের ওলি
আমার মন ভোমরা
ভরে দে মোর শূন্য ঝুলি
তারে এনে দে সখি তোরা।
যারে এ মন ভালোবাসে
যার জন্য মন পাগলপাড়া
যার লাগি দু’চোখ জলে ভাসে
তারে এনে দে সখি তোরা।
যার নয়নে নয়ন কাড়ে
যার বিরহে পুড়ে সাড়া
তারে এনে দে সখি
এনে দে তোরা।