ধুক ধুক

হৃদযন্ত্রের ধুক ধুক,
তুমি শুনতে পাচ্ছো?
তীব্র ক্ষত কতটা যন্ত্রণা দিচ্ছে—
তোমাকে বুঝাতে পারবো না।

স্নায়ুকোষগুলো বিদ্রোহ করে বলে:
"তুমি আমার!"
ধমনীতে বয়ে চলা রক্তবিন্দুগুলো
আমাকে উপোসাহ করে।

রক্তস্রোতে আমি অতলে ডুবে যাই,
তুমি শুনতে পাচ্ছো ধুক ধুক শব্দ?
কোথায় তুমি?
শুনতে পাচ্ছো—
এদিক, ওদিক— কোথাও তুমি নাই।