যদি একা একা লাগে,
কষ্ট পাও অন্য কোনো আবেগে—
পত্র দিও, পত্রমিতা
পত্র দিও সেই পুরনো খামে।

যদি মন খারাপ লাগে, ফিরে এসো,
যদি তুমি অশ্রু জলে ভাসো—
যদি এখনো আমাকে ভালোবাসো,
তবে চুপিচুপি ফিরে এসো।

পুরনো ঠিকানায় পত্র দিও,
পত্রমিতা, দয়া করে একটা পত্র দিও।
তোমার কষ্টগুলো ভরে দিও তাতে,
আমি কুড়িয়ে নেব দু’হাত পেতে।

বিরহ যদি পোড়ায় তোমায়,
যদি অনুখণে মনে পড়ে যায়—
পত্র দিও, ভালোবাসার দায়
দয়া করে একটা পত্র দিও আমায়।